ভুল ভুলাইয়া ২ ছবির হাত ধরে ১০০ কোটি ক্লাবে ঢুকে পড়লেন কিয়ারা আডবাণী।
এই ছবির রেষ কাটতে না কাটতেই তাঁর যুগ যুগ জিও ছবি মুক্তি পাবে।
হাতে রয়েছে ভিকি কৌশলের সঙ্গে গোবিন্দ নাম মেরা।
সামনে বছর একটি তেলেগু ছবিতে দেখা যাবে তাঁকে।
একের পর এক ছবির সাফল্য, তাঁকে পরিচালকদের পছন্দের নায়িকা করেছে।