ওটস ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি মরা চামড়া দূর করে।

অন্যদিকে, ওটস ত্বকের প্রদাহ কমায় এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

চুলকানি, র‍্যাশ, অ্যালার্জির সমস্যা নিমেষে কমিয়ে দেয় এই সুপারফুড।

শুষ্ক ত্বকের জন্য সেরা ঘরোয়া প্রতিকার এই ওটস। শুধু জানুন এটি ব্যবহারের উপায়।

ওটস গুঁড়ো করে নিন। এবার এতে টক দই ও এক চিমটে হলুদ মিশিয়ে দিন।

এই ফেসপ্যাক কিছুক্ষণ ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে নিন।

এছাড়া স্নানের জলে বেকিং সোডার সঙ্গে ওটস গুঁড়ো ২০ মিনিট ভিজিয়ে রেখে স্নান করে নিন।