গরমে বেড়েছে তৈলাক্ত ত্বকের সমস্যা। নাকের দু'পাশ দিয়ে গড়াচ্ছে তেল।

পাশাপাশি রোজই ব্রেকআউট বা ব্রণ মাথা চাড়া দিয়ে উঠছে।

ত্বকের তেলতেলে ভাব ও ব্রণ সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এবং ত্বকের প্রদাহ বাড়ায়।

তেলতেলে ভাব ও ব্রণর সমস্যা কমাতে ওটস দিয়ে রূপচর্চা করতে পারেন।

এক কাপ ওটস নিন এবং শুকনো কড়াইতে ভেজে নিন। তারপর সেটা গুঁড়ো করে নিন।

এক টেবিল চামচ ওটসের গুঁড়োর সঙ্গে দু'চামচ তাজা অ্যালোভেরা জেল মিশিয়ে নিন।

এবার এই ফেসপ্যাক ১৫-২০ মিনিটের জন্য ত্বকের উপর লাগিয়ে রাখুন।

ফেসপ্যাক শুকিয়ে গেলে হালকা হাতে স্ক্রাব করে মুখ ধুয়ে ফেলুন।

সপ্তাহে একদিন এই ফেসপ্যাক ব্যবহার করলেই, তৈলাক্ত ত্বকে ব্রণর সমস্যা কমে যাবে।