উইকএন্ডে মুখরোচক অথচ স্বাস্থ্যকর জলখাবার খুঁজছেন? ওটস দিয়ে ওমলেট বানিয়ে খান।

প্রথমে ২ কাপ ওটস গুঁড়ো করে নিন।

লাল ও হলুদ বেলপেপার, গাজর, বিনস ও টমেটো কুচিয়ে নিন।

এবার ওটস গুঁড়োর সঙ্গে ২টো ডিম মিশিয়ে দিন। এবার এতে সমস্ত সবজি মিশিয়ে দিন।

এতে স্বাদমতো নুন, গোলমরিচের গুঁড়ো ও অরিগ্যানো মিশিয়ে দিন।

কড়াইতে মাখন গরম করুন। এবার এতে ব্যাটার দিয়ে ওমলেট ভেজে নিন।

একটা করে এই ওটসের ওমলেট খেলেই আর জলখাবারে কিছু খেতে লাগবে না।