ভারতে প্রথম হাইপার চার্জার লঞ্চ করল ওলা ইলেকট্রিক। 

দীপাবলির পরেই ভারতে ওলা ই-স্কুটার এস১- এর টেস্ট রাইড শুরু হবে। 

ওলা ইলেকট্রিকের হাইপার চার্জার ওলার ইলেকট্রিক স্কুটারের চার্জ শূন্য থেকে ৫০ শতাংশ করতে পারবে মাত্র ১৮ মিনিটে।

ভারতের ৪০০ শহরে মোট এক লক্ষ লোকেশন বা টাচ পয়েন্টে হাইপার চার্জার সেটআপ রাখার পরিকল্পনা রয়েছে ওলা ইলেকট্রিকের। 

জানা গিয়েছে, ১০ নভেম্বর থেকে ওলার এস১ ইলেকট্রিক স্কুটারের টেস্ট ড্রাইভ শুরু হবে।