বর্তমানে ভারতের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা Ola Electric।

দেশের বিভিন্ন শহরে খোলা হয়েছে Ola-র 50টি নতুন আউটলেট।

কর্ণধার ভাবিশ আগরওয়াল টুইটারে আউটলেট চালুর কথা ঘোষণা করেছেন।

ভাইজ্যাগ, লখনউ, কানপুর, যোধপুর, বারাণসী সহ বিভিন্ন জায়গায় খোলা হল শোরুম।

সম্প্রতি Ola তাদের S1 ও S1 Pro-এর ক্রেতাদের জন্য এক্সচেঞ্জ উইকেন্ড অফার ঘোষণা করেছে।

যার আওতায় ক্রেতারা পেয়েছিলেন সর্বোচ্চ 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস।

পেট্রোল স্কুটার-বাইক এক্সচেঞ্জ করতে ইচ্ছুকদের 45,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছিল Ola।