আজ ৩৭ তম জন্মদিন মৌনি রায়ের।
কুচবিহারের মেয়ে মৌনি শুরু টেলিভিশন দিয়ে।
বহু জনপ্রিয় চরিত্রে অভিনয় করলেও নাগিন রূপে তিনি জনপ্রিয় বেশি।
তাঁর পরিবার, বন্ধু-বান্ধব তাঁকে মান্যিয়া বা মন বলে ডাকে।
সিনেমায় আসার আগে থেকেই তিনি কত্থক এবং ব্যালি ডান্সার হিসেবে নিজের জায়গা করেছিলেন সংস্কৃতি জগতে।
অভিনেতা মোহিত রায়নার সঙ্গে দীর্ঘ সময় সম্পর্ক ছিলেন মৌনি। পরে ব্যবসায়ী সূরজ নাম্বিয়ার সঙ্গে সম্পর্ক আর এই বছর বিয়ে করেন তাঁকে।
শরীর নিয়ে ছুঁৎমার্গ নেই মৌনির। যে কোনও পোশাকেই তিনি মুগ্ধ করেন ভক্তদের।