বাস্তুশাস্ত্র অনুসারে, শুধুমাত্র পুজোর সময় ধূপকাঠি জ্বালানো শুভ বলে মনে করা হয়।

সঠিক মন্ত্র না জানা থাকলেও সাধারণ মানুষের নিত্য পুজোর সময় ধূপ-ধুনো দেখান।

ধূপকাঠির সুগন্ধ ঘরে ইতিবাচক শক্তি বজায় রাখে। ধূপকাঠির সুগন্ধ মনে শান্তি রাখে ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

সনাতন ধর্ম অনুসারে, সপ্তাহে দুটি দিন ধূপকাঠি জ্বালানো উচিত নয়।

বাস্তুমতে, সপ্তাহে রবিবার ও মঙ্গলবার ধূপকাঠি না জ্বালানোই ভাল। কারণ শাস্ত্রমতে এই দুই দিনে বাঁশ পোড়ানো শুভ বলে মনে করা হয় না।

ধূপকাঠি তৈরিতে যেহেতু বাঁশ দিয়ে তৈরি হয়, তাই এই দু'দিন ধূপকাঠি জ্বালানো অশুভ বিবেচিত হয়।

এই দুদিন ধূপ জ্বালানো হলে বাড়িতে আর্থিক ও মানসিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায়। পারিবারিক শান্তি বিঘ্নিত হয়।