ভারতে দ্রুত লঞ্চ হতে পারে OnePlus Ace Racing Edition।
ওয়ানপ্লাসের ভারতীয় সাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে।
আর তাই অনুমান করা হচ্ছে যে ভারতে OnePlus Ace Racing Edition লঞ্চ হতে আর হয়তো বেশি দেই নেই।
যদিও ভারতে ওয়ানপ্লাসের এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
চিনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে OnePlus Ace Racing Edition।