চিনে ওয়ানপ্লাস ১০ প্রো ফোনের সঙ্গে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস বাডস প্রো Mithril এডিশন।
চিনে লঞ্চ হওয়া এই ইয়ারবাডসের দাম (ইন্ট্রোডাক্টরি প্রাইস) ভারতীয় মুদ্রায় প্রায় ৮১০০ টাকা।
এই ইয়ারবাডসের সাধারণ রিটেল প্রাইস ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০০ টাকা।
তিনটি মাইক্রোফোন রয়েছে এই ইয়ারবাডসে। সেই সঙ্গে ৪০ ডেসিবেল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন ফিচারও রয়েছে।
এই ইয়ারবাডস একটি IP55 রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস।
ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি রয়েছে ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসে। সেই সঙ্গে রয়েছে মেটালিক ফিনিশ।