OnePlus 11 স্মার্টফোনটি লঞ্চ হবে 7 ফেব্রুয়ারি, 2023।
কোয়ালকমের Snapdragon 8 gen 2 চিপসেট রয়েছে ফোনটিতে।
বহুল প্রচার পাওয়া ফোনটিতে পাবেন 2K 120Hz Amoled ডিসপ্লে।
পাবেন 50 MP প্রাইমারি ক্যামেরা, 32 MP টেলিফটো লেন্স ও 48 MP আল্ট্রাওয়াইড লেন্স।
OnePlus 11 স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, 100W ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
Android 13-র OxygenOS 13 সাপোর্ট রয়েছে ফোনটিতে এখনও যা ট্রেন্ড।
ফোনটির দাম 60 হাজার টাকারও বেশি হওয়ার সম্ভাবনা।