আগামী বছর ফেব্রুয়ারি মাসের আগে ওয়ানপ্লাস নর্ড ২ সিই ৫জি ফোন লঞ্চের কোনও সম্ভাবনা নেই।
টিপস্টার যোগেশ বররা সম্প্রতি টুইটারে একথা জানিয়েছেন।
আগামী বছর ফেব্রুয়ারির আগে লঞ্চ হবে না শোনা গেলেও, এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিন জানা যায়নি।
ভারতে এই ফোনের দাম হতে পারে ২৮ হাজার টাকার আশপাশে, এমনটাই শোনা গিয়েছে।
অন্যদিকে জানা গিয়েছে, ওয়ানপ্লাসের আসন্ন ফোনের কোডনাম ‘ইভান’।