ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ২ Pac-Man এডিশন। নির্দিষ্ট দিনক্ষণ এখনও ঘোষণা করেননি ওয়ানপ্লাস কর্তৃপক্ষ।

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে ওয়ানপ্লাস নর্ড ২ Pac-Man এডিশনের দাম ঘোষণা করা হয়েছে। বেস ভ্যারিয়েন্টের তুলনায় দাম অনেকটাই বেশি।

অ্যামাজনের তালিকা অনুসারে, ভারতে ওয়ানপ্লাস নর্ড ২ Pac-Man এডিশনের দাম ৩৭,৯৯৯ টাকা।

ওয়ানপ্লাস নর্ড ২- এর বেস ভ্যারিয়েন্টের তুলনায় তার Pac-Man এডিশনের দাম একলাফে ১০ হাজার টাকা বেশি। প্রসঙ্গত উল্লেখ্য, ওয়ানপ্লাস নর্ড ২ ফোনের দাম ভারতে শুরু হচ্ছে ২৭,৯৯৯ টাকা থেকে।

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড ২ Pac-Man এডিশন।