আগামী ১৬ ডিসেম্বর ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস আরটি ফোন। 

এই ফোনের রেয়ার ক্যামেরায় ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে পারে। 

চিনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ৯আরটি ফোনই নতুন নামে ওয়ানপ্লাস আরটি রূপে ভারতে আসছে। 

ওয়ানপ্লাস ৯আরটি এবং ওয়ানপ্লাস আরটি ফোনে অনেক মিল থাকবে বলে অনুমান। 

ওয়ানপ্লাস আরটি ফোনের সঙ্গেই ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস বাডস জেড২।