মনোজ বাজপেয়ী বরাবরই তাঁর কাজের বিষয় যত্নশীল
খুব বেছে বেছে ছবিতে কাজ করেন তিনি
চরিত্রের মধ্যে বিশেষত্ব বর্তমান, তবে টাকা নয়
কোনও ছবি করার ক্ষেত্রে তিনি দেখেন চরিত্র
স্ক্রিপ্টটাই তাঁর কাছে মূল বলেই জানান অভিনেতা
সেই কারণেই যে কোনও চরিত্র তিনি গ্রহণ করেন না
মোটা টাকা দিলেও মনোজকে ছবিতে পাওয়া যাবে না যদি না চরিত্র দৃষ্টিআকর্ষণ করে