ভারতে দ্রুত লঞ্চ হতে পারে ওপ্পো এ১৬কে ফোন।
ওপ্পো 'এ' সিরিজের এই ফোন কবে ভারতে লঞ্চ হবে তা নিশ্চিতভাবে জানা যায়নি এখনও।
জানা গিয়েছে, কালো এবং নীল- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে ওপ্পো এ১৬কে ফোন।
ভারতে ওপ্পো এ১৬কে ফোনের দাম ১০,৪৯০ টাকা হতে পারে।
অনুমান করা হচ্ছে, ভারতে মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে আত্মপ্রকাশ করবে ওপ্পো এ১৬কে মডেল।