ওপ্পো এনকো এয়ার ২ প্রো ইয়ারবাডস ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ২১ সিরিজের ফোনের সঙ্গে।
ওপ্পোর এই ইয়ারবাডসের দাম ভারতে ৩৪৯৯ টাকা। রয়েছে টাচ কন্ট্রোল ফিচার।
এই ইয়ারবাডসে রয়েছে দুটো মাইক্রোফোন। এই ইয়ারবাডস ধুলো এবং জলের রেজিসট্যান্ট।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক নয়েজ ক্যানসেলেশন সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে।
ব্লুটুথ ভি৫.২ সাপোর্ট রয়েছে ওপ্পো এনকো এয়ার ২ প্রো ইয়ারয়াবডসে।