ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো এনকো এম৩২ ইয়ারফোন।
নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোন ভারতে লঞ্চ হবে ৫ জানুয়ারি।
ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে ওপ্পোর এই নতুন ইয়ারফোন।
ওপ্পো এনকো এম৩২ নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনের দাম ভারতে হবে ১৪৯৯ টাকা।
ওপ্পো এনকো এম৩১ ইয়ারফোনের সাকসেসর মডেল ওপ্পো এনকো এম৩২।