একই দিনে ভারতে দুটো স্মার্টফোন এবং একটি ইয়ারবাডস লঞ্চ করেছে ওপ্পো।
ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এফ১৯ সিরিজের নতুন ফোন ওপ্পো এফ১৯এস।
এছাড়াও লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৬ প্রো ৫জি দিওয়ালি এডিশন।
দুটো স্মার্টফোন ছাড়াও Enco বাডস এই ইয়ারবাডস লঞ্চ করেছে ওপ্পো সংস্থা।
অন্যদিকে পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হবে ওপ্পো 'এ' সিরিজের নতুন স্মার্টফোন।