আগামী বছর শুরুর দিকে লঞ্চ হতে পারে ওপ্পো ফাইন্ড এক্স৪ সিরিজ। ছবি সৌজন্যে- 91mobiles।
ফেব্রুয়ারি বা মার্চ মাসে ওপ্পো ফাইন্ড এক্স৪ সিরিজ লঞ্চ হতে পারে। ছবি সৌজন্যে- GSMArena।
ওপ্পোর এই স্মার্টফোন সিরিজে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এবং Dimensity ৯০০, দু'ধরনের প্রসেসর যুক্ত ফোনই দেখা যাবে। ছবি সৌজন্যে- 24htech।
ওপ্পো ফাইন্ড এক্স৪ লাইনআপে নতুন তৈরি হওয়া MariSilicon X চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। ছবি সৌজন্যে- gsmarena।
বেস ভ্যারিয়েন্ট বা ভ্যানিলা মডেলের সঙ্গে এই সিরিজে থাকবে প্রো মডেলও। ছবি সৌজন্যে- android authority।