এবার সবকিছুতেই রয়েছে কমলালেবুর রসের স্বাদ ও ঘ্রাণ।

ভিটামিন সি-যুক্ত কমলার রস ব্রণর প্রবণতা কমাতে সাহায্য করে।

পরিষ্কার ও ঝকঝকে ত্বকের জন্য কমলালেবুর রস অত্যন্ত উপকারী।

পাশাপাশি শীতের দিনে  উজ্জ্বল ত্বক পেতেও কমলালেবুর খোসা ব্যবহার করতে পারেন।

এক চা চামচ কমলার খোসার গুঁড়োর সঙ্গে দুধ মেশান। এই ফেসপ্যাকটি মুখে ২০মিনিট রাখুন।

চটজলদি মুখে ফর্সাভাব আনতে ও পরিষ্কার করতে এই ফেসপ্যাক ব্যবহার করলে উপকার পাবেন।

শীতে কমলার রস মাখলে ত্বক সতেজ হয়। কমলার রস মেখে ২-৩ মিনিট রেখে দিয়ে ধুয়ে নিলে ত্বক থাকে তাজা।

এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা ত্বকের ফ্রি-র‍্যাডিক্যাল থেকে রক্ষা করে, বলিরেখা দূর করতে সাহায্য করে।