এ বারের ইউএস ওপেনে নামছেন ১০ 'সুপারমম'

29 August 2023

Pic credit -   Twitter

দু'বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন ও বিশ্বের প্রাক্তন এক নম্বর তারকা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এ বারের ইউএস ওপেনে খেলবেন। ২০১৬ সালে তিনি ছেলে লিও-র জন্ম দেন।

২০২২ সালের অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন ইউক্রেনের টেনিস তারকা এলিনা সিতোলিনা। এপ্রিলে কোর্টে ফেরেন তিনি। এ বছরের উইম্বলডনের সেমিফাইনালে উঠেছিলেন তিনি। তাঁকে এ বার US Open এ দেখা যাবে।

জার্মানির টেনিস তারকা তাতিয়ানা মারিয়াও খেলবেন এ বারের ইউএস ওপেনে। দুই কন্যাসন্তানের মা তাতিয়ানা বর্তমানে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের ৪৭ নম্বরে রয়েছেন। 

তাতিয়ানা মারিয়ার মতো ডেনমার্কের টেনিস তারকা ক্যারোলিনা ওজনিয়াকিও দুই সন্তানের মা। তিনি বিশ্বের প্রাক্তন এক নম্বর প্লেয়ারও। অবসর ভেঙে এ বার তিনি ফিরছেন ইউএস ওপেনে।

বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়ের ২০০৯ সালের ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন। ২০২১ সালে তাঁর মেয়ের জন্ম। ২০২২ সালে কোর্টে ফেরেন তিনি। তাঁকে এ বারের ইউএস ওপেনে দেখা যাবে। 

আমেরিকার টেনিস তারকা টেলর টাউনসেন্ড মহিলাদের ডাবলসের ব়্যাঙ্কিংয়ের ৫ নম্বরে রয়েছেন। ২০২১ সালে তিনি সন্তানের জন্ম দেন। এ বার তাঁকে বছরের শেষ গ্র্যান্ড স্লামে খেলতে দেখা যাবে।

৩৮ বছর বয়সী রাশিয়ার টেনিস প্লেয়ার ভেরা জোভোনারেভাকে এ বারের ইউএস ওপেনে খেলতে দেখা যাবে। সেখানে প্রথম রাউন্ডে তিনি খেলবেন ইয়ানিনা উইকমায়েরর বিরুদ্ধে। ২০১৬ সালে ভেরার মেয়ের জন্ম। 

২০২১ সালে পুত্র সন্তানের জন্ম দেন টেনিস তারকা বারবোরা স্ট্রিচোভা। এ বার তাঁকে ইউএস ওপেনে খেলতে দেখা যাবে।

রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া ২০১৮ সালে কন্যা সন্তানের জন্ম দেন। এ বারের ইউএস ওপেনে তাঁকে খেলতে দেখা যাবে।

২০২১ সালে পুত্র সন্তানের জন্ম দেওয়ার পর রাশিয়ার মার্গারিটা বেটোভা বিরতি নিয়েছিলেন। এ বার তিনি কোর্টে ফিরেছেন এবং বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে খেলতে দেখা যাবে বেটোভাকে।