Anand Mahindra To Gift Praggnanandhaa's Parents An Electric Car

প্রজ্ঞানন্দের বাবা-মাকে গাড়ি উপহার মাহিন্দ্রার

31 August 2023

Pic credit -   Twitter

Praggnanandhaa

FIDE ২০২৩ দাবা বিশ্বকাপে হইচই ফেলে দিয়েছিলেন ১৮ বছরের ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনাল খেললেন প্রজ্ঞা

Praggnanandhaa

ফাইনালে প্রজ্ঞানন্দের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে শেষমেশ ফাইনাল ম্যাচ হেরে যান ভারতের গ্র্যান্ডমাস্টার। রুপো নিয়ে দেশে ফিরেছেন প্রজ্ঞানন্দ

Praggnanandhaa

১৮ বছর বয়সে দাবা বিশ্বকাপে রানার্স। এটাই বা কম কৃতিত্ব কীসের? প্রজ্ঞানন্দ বুঝিয়ে দিয়েছেন, বিশ্বের যে কোনও দাবাড়ুকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখেন তিনি। চেন্নাইয়ের ছেলেকে নিয়ে গর্বিত ভারতবাসী

দাবা বিশ্বকাপ চলাকালীন প্রজ্ঞানন্দের সর্বক্ষণের সঙ্গী ছিলেন তাঁর মা নাগালক্ষ্মী। প্রজ্ঞার ম্যাচ চলাকালীন চেয়ারে ঠাঁই বসে থাকতে দেখা গিয়েছে নাগালক্ষ্মীকে। জয় হোক বা হার--সবসময় ছেলের উৎসাহ জুগিয়ে গিয়েছেন নাগালক্ষ্মী  

দাবা বিশ্বকাপ চলাকালীন বারবার শিরোনামে এসেছেন নাগালক্ষ্মী। ছেলে প্রজ্ঞানন্দ এবং মেয়ে বৈশালীকে দাবাড়ু তৈরি করতে নাগালক্ষ্মীর অবদান অনস্বীকার্য। বিদেশেও নিজের হাতে খাবার তৈরি করে ছেলের মুখে তুলে দিয়েছেন 

তাই প্রজ্ঞানন্দের বাবা-মাকে ঝাঁ চকচকে XUV4OO EV গাড়ি উপহার দেবেন বলে ঘোষণা করেছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির মালিক অতীতেও ক্রীড়াবিদদের এমন উপহার দিয়েছেন

নীরজ চোপড়া, দ্যুতি চাঁদরা আনন্দ মাহিন্দ্রার থেকে গাড়ি উপহার পেয়েছেন। তবে শিল্পপতি এ বার সংশ্লিষ্ট ক্রীড়াবিদের পরিবর্তে তাঁর বাবা-মাকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আনন্দ মাহিন্দ্রাূ টুইটারে জানিয়েছেন, এতে আগামী দিনে বাবা মায়েরাও ছেলেমেয়েদের খেলাধুলোর দিকে ঠেলে দিতে উৎসাহবোধ করবেন। খুব শীঘ্রই নাগালক্ষ্মী ও রমেশবাবুর হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হবে