ফিনিশিং লাইনে হাঁটু গেড়ে বসেছিলেন ডমিনিক চেরনি। হাতে ছিল আংটি। প্রেমিকা হানা বুরজালোভা রেস ওয়াক শেষ করতেই বিয়ের প্রস্তাব দিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেখা গেল অভিনব প্রপোজাল
জবাবে 'হ্যাঁ' বলতেই হানার অনামিকায় বড়সড় আংটি পরিয়ে দেন ডমিনিক চেরনি। বিশ্ব অ্যাথলেটিক্সের মঞ্চে ডমিনিক-হানার ভালোবাসার গল্প রচিত হল
আংটি পরিয়ে বাগদত্তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেন ডমিনিক। হানা এতটাই অবাক হয়ে গিয়েছিলেন যে কী প্রতিক্রিয়া দেবেন বুঝে উঠতে পারছিলেন না
ধারাভাষ্যকারদের গলায় উচ্ছ্বাস শোনা গিয়েছে। বাকি অ্যাথলিটরা এসে তাঁদের দু'জনকে শুভেচ্ছা জানান।
ডমিনিক চেরনি এবং হানা বুরজালোভা দু'জনেই স্লোভাকিয়ার রেস ওয়াকার। দু'জনেই বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন
হাঁটতে হাঁটতে প্রেম। প্রতিযোগিতায় হাঁটা শেষে ট্র্যাকের ফিনিশিং লাইনে নতুন জীবনের পথচলা শুরু করলেন দুই রেস ওয়াকার
কবে বিয়ে করবেন? ডমিনিক চেরনি বলেছেন, এখনই পরিকল্পনা নেই। তবে হঠাৎ করেই সিদ্ধান্ত নিতে পারি
আগামী বছর প্যারিস অলিম্পিক। ভালোবাসার শহরেও বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এই অ্যাথলিট কাপল
ডমিনিক চেরনির বয়স ২৫ বছর। হানা বুরজালোভা সবে ২২। তাঁদের জীবনের অন্যতম সেরা মুহূর্তর সাক্ষী থাকল সারা বিশ্ব