আসন্ন এশিয়ান গেমসে দেখা যাবে ভারতের যে 'সুপারমমদের'

18 September 2023

দীপিকা পাল্লিকাল (স্কোয়াশ) - ভারতীয় স্কোয়াশের পোস্টার গার্ল। ধারাবাহিক ভাবে দেশের হয়ে ভালো পারফর্ম করে এসেছেন। জোশনা চিনপ্পার সঙ্গে ২০১৪ সালে গ্লাসকো CWG তে সোনা জিতেছিলেন দীপিকা।

২০২১ সালের অক্টোবরে দীনেশ কার্তিকের স্ত্রী, ভারতের স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকাল যমজ ছেলের জন্ম দেন। তারপর ফের কোর্টে ফেরেন। এ বার তাঁকে এশিয়ান গেমসে খেলতে দেখা যাবে।

কোনেরু হাম্পি (দাবা) - গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি এ বারের এশিয়াডে অংশ নেবেন। ২০০২ সালে ১৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ মহিলা দাবাড়ু হিসেবে হাম্পি গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন।

২০১৭ সালে হাম্পির মেয়ে অহনার জন্ম হয়। মাতৃত্বকালীন বিরতি নিয়ে তিনি ২০১৯ সালে আবার দাবা খেলা শুরু করেন। ৩৬ বছর বয়সী হাম্পিকে হানঝাউ এশিয়ান গেমসে খেলতে দেখা যাবে।

হরিকা দ্রোণাবল্লী (দাবা) - ভারতীয় গ্র্যান্ডমাস্টার হরিকা দ্রোণাবল্লী তিন বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব জিতেছেন। তিনি ২০২২ সালে গর্ভাবস্থার নবম মাসে একটি দাবা অলিম্পিয়াডে খেলেছিলেন।

গর্ভাবস্থার শেষের দিকে দাবা অলিম্পিয়াডে মহিলা দলের হয়ে ব্রোঞ্জ পান হরিকা। ২০২২ সালে তাঁর মেয়ে হানভিকার জন্ম। তাঁকে এ বারের এশিয়াডে দেখা যাবে।

মনপ্রীত কৌর (শট পুট) - আসন্ন এশিয়াডে মহিলাদের শট পুট দেখা যাবে তাঁকে। ২০১০ সালের কমনওয়েলথে তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তারপর মনপ্রীতের মেয়ে জাসনুরের জন্মের পর তিন বছরের বিরতি নিয়েছিলেন।

২০১৬ সালে মনপ্রীত প্রতিযোগিতামূলক ইভেন্টে ফিরে আসেন। তিনি রিও অলিম্পিকের যোগ্যতাও অর্জন করেন। ২০১৭ সালের জুলাইতে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় তাঁকে ৪ বছরের জন্য ব্যান করা হয়েছিল। ফের শট পুটে ফিরেছেন তিনি।