নীরজের চোপড়ার মতে সবচেয়ে স্টাইলিশ ক্রিকেটার কে জানেন?
01 December 2023
ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া সম্প্রতি আরসিবির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি এক ব়্যাপিড ফায়ার সেশনে জানিয়েছেন, তাঁর মতে সবচেয়ে বেশি স্টাইলিশ ক্রিকেটার কারা।
টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ারকে সবচেয়ে বেশি স্টাইলিশ বলে মনে হয় নীরজ চোপড়ার।
নীরজ চোপড়ার কথায়, শ্রেয়স আইয়ার ভীষণ স্টাইলিশ। তাঁর জুতোর কালেকশন এবং জামার কালেকশন বেশ নজর কেড়েছে টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজের।
টিম ইন্ডিয়ার অন্যতম স্টাইলিশ ক্রিকেটার শ্রেয়স আইয়ারের জুতোর সম্ভার সত্যিকার অর্থেই দেখার মতো। যা দেখলে যে কারও চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য।
ভারতের সোনার ছেলে নীরজ চোপড়ার মতে, স্টাইলিশ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন টিম ইন্ডিয়ার সুপারস্টার বিরাট কোহলিও।
কিং কোহলি টিম ইন্ডিয়ার অন্যতম ফিট ক্রিকেটার। পাশাপাশি বিরাট কোহলির স্টাইল স্টেটমেন্টও মুগ্ধ করার মতো।
ভারতীয় জ্যাভলিন সুপারস্টার নীরজ চোপড়া মনে করেন, টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিলও বেশ স্টাইলিশ ক্রিকেটার।
ভারতের তরুণ ওপেনার শুভমন গিল ব্যাট হাতে ২২ গজে আর তাঁর স্টাইল স্টেটমেন্টে ২২ গজের বাইরে তরুণীদের হৃদয়ে ঝড় তোলেন।