১৯তম এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটরা পেয়েছেন ১০৭টি পদক। যার মধ্যে রয়েছে ২৮টি সোনা। অ্যাথলেটিক্সে নীরজের থেকে সোনার প্রত্যাশা বরাবরই ছিল। সেই প্রত্যাশা পূরণ করেছেন তিনি।
বাংলার মেয়ে তিতাস সাধু এই প্রথম সিনিয়র টিমে খেললেন। তাতেই সোনা ফলিয়েছেন। মেয়েদের ক্রিকেট টিম এশিয়াডে সোনা জিতেছে। তিতাস-নীরজ ছাড়াও একঝলকে দেখে নিন ভারতকে সোনা দেওয়া কয়েকজন তারকাদের
ভারতীয় শুটার ওজেশ প্রবীণ দেওতলে এশিয়ান গেমসে ৩টি সোনা জিতেছেন। কমপাউন্ড আর্চারিতে পুরুষদের টিম ইভেন্টে, মিক্সড টিমে ও ব্যক্তিগত বিভাগে।
এষা সিং এশিয়াডে ৪টি পদক পেয়েছেন। ২৫মিটার পিস্তল টিমে সোনা জিতেছেন। এবং ২৫মিটার পিস্তল ব্যক্তিগত বিভাগে রুপো পেয়েছেন। ১০ মিটার এয়ার পিস্তল টিম ও ব্যক্তিগত বিভাগে রুপো পেয়েছেন তিনি।
ভারতীয় শুটার জ্যোতি সুরেখা এশিয়াডে ৩টি সোনা জিতেছেন। কমপাউন্ড ব্যক্তিগত বিভাগে, মিক্সড টিমে এবং মেয়েদের টিমের হয়ে সোনা জিতেছেন তিনি।
ভারতীয় ব্যাডমিন্টনের তারকা জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি হানঝাউ গেমসে পুরুষদের ডাবলসে সোনা জিতে ইতিহাস গড়েছেন। তাঁরা পুরুষ টিমে রুপোও পেয়েছেন।
ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না তাঁর মিক্সড ডাবলস জুটি ঋতুজা ভোঁসলের সঙ্গে এশিয়ান গেমসে সোনা জিতেছেন।
ভারতীয় পুরুষ হকি টিম এই নিয়ে চতুর্থ বার এশিয়ান গেমসে সোনা জিতল। ফাইনালে হরমনপ্রীত সিংরা জাপানকে হারিয়ে সোনা ও প্যারিস অলিম্পিকের টিকিট জোগাড় করেছেন।
মেয়েদের ক্রিকেটের মতো ভারতের ছেলেদের ক্রিকেট টিমও হানঝাউ থেকে সোনা জিতেছে। এশিয়ান গেমসে নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশস্বী। টি-২০-তে সেটি তাঁর প্রথম শতরান।
৪১ বছর পর আবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতেছে ভারত। অনুশ আগরওয়াল, হৃদয় বিপুল, দিব্যাকৃতি ও সুদীপ্তি হ্যাজেলা ইতিহাস তৈরি করেছেন। এই প্রথম সোনা জিতেছেন মিক্সড ইকুয়েস্ট্রিয়ানে।
ভারতীয় স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকাল মিক্সড ডাবলসে এশিয়ান গেমস থেকে সোনা জিতেছেন। সেখানে তাঁর পার্টনার ছিলেন হরিন্দর সিং।