01 January 2024

সুপারমম নাওমি ওসাকা ফিরলেন কোর্টে, জয় দিয়ে শুরু বছর

Credit -  X

TV9 Bangla

চার বারের গ্র্যান্ড স্লাম জয়ী জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা নতুন বছরের প্রথম দিন এ বার টেনিস কোর্টে ফিরলেন।

জাপানি টেনিস তারকার কোর্টে প্রত্যাবর্তন হয়েছে জয় দিয়ে। ২৬ বছর বয়সী নাওমি ওসাকা ব্রিসবেন ইন্টারন্যাশানালের মঞ্চে পারফর্ম করছেন।

২৮ বছর বয়সী জার্মানির তামারা করপাটচকে ব্রিসবেন ইন্টারন্যাশানালে মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অব ৬৪-এ হারিয়েছেন নাওমি ওসাকা।

দীর্ঘ ১৫ মাস পর টেনিস কোর্টে ফিরেছেন জাপানি টেনিস প্লেয়ার নাওমি ওসাকা। তামারাকে তিনি ৬-৩, ৭-৬ (১১-৯) ব্যবধানে হারিয়েছেন ওসাকা।

২০২৩ সালের জানুয়ারিতে নাওমি ওসাকা নিজের প্রেগন্যান্সির খবর জানিয়েছিলেন। তাঁর কন্যা সন্তানের জন্ম হয় ২০২৩ সালের জুলাইতে।

নতুন বছরে এ বার অস্ট্রেলিয়ান ওপেনে পারফর্ম করতে দেখা যাবে জাপানি টেনিস তারকা নাওমি ওসাকাকে। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম শুরু হবে ১৪ জানুয়ারি থেকে। 

মাতৃত্বের স্বাদ বেশ উপভোগ করছেন নাওমি ওসাকা। ২০২২ সালের সেপ্টেম্বরে এর আগে শেষ বার খেলতে দেখা গিয়েছিল ওসাকাকে।

ব্রিসবেন ইন্টারন্যাশানালে দর্শকদের সমর্থন পেয়ে আপ্লুত নাওমি ওসাকা। তিনি রাউন্ড অব ৬৪ এর ম্যাচ জিতে দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।