রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভকে হারিয়ে চলতি বছরের শেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন সার্বিয়ান টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ।
এই নিয়ে কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম জিতলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ।
ইউএস ওপেন জেতার পর, চলতি বছরে এই নিয়ে নোভাক জকোভিচের ক্যাবিনেটে উঠল তৃতীয় গ্র্যান্ড স্লাম। ২০২৩ সালে উইম্বলডন ছাড়া বাকি গ্র্যান্ড স্লামগুলি জিতেছেন জোকার।
এ বারের ইউএস ওপেন জেতার পর নোভাক জকোভিচের গায়ে দেখা যায় ২৪ লেখা এক জার্সি। যাতে ছিল প্রয়াত কিংবদন্তি বাস্কেটবলার কোবে ব্রায়ান্ট ও জোকারের ছবি।
ইউএস ওপেনের সোশ্যাল মিডিয়া সাইট X-এ নোভাক জকোভিচের ২৪ নম্বর লেখা জার্সি পরার ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
জকোভিচ আসলে প্রয়াত বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্টকে নিজের মেন্টর ও বন্ধু বলে মানতেন। তাই এই জয় তিনি কোবেকে উৎসর্গ করেছেন।
টি-শার্টে লেখা ছিল মাম্বা ফরএভার। জকোভিচের চোটের সময় তাঁকে সাহায্য করেছিলেন ব্রায়ান্ট। লেকার্স দলে ২৪ নম্বর জার্সি পরে খেলতেন তিনি। তাই ২৪তম গ্র্যান্ড স্লাম জয়ের পর এই টি-শার্ট পরেছেন নোভাক।
২৪ তম গ্র্যান্ড স্লাম জেতার পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন জকোভিচ। তাই ম্যাচের শেষে মেয়ে তারাকে জড়িয়ে ধরে কাঁদতেও দেখা যায় জকোভিচকে।