FIDE দাবা বিশ্বকাপ জিতে কত টাকা পকেটে ভরলেন কার্লসেন?

24 August 2023

Pic credit -  @FIDE_chess

বাকুতে অনুষ্ঠিত হল দাবা বিশ্বকাপ। এই টুর্নামেন্টে ভারতীয় তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের মুখোমুখি হয়েছিলেন নরওয়ের কিংবদন্তি দাবাড়ু ম্যাগনাস কার্লসেন।

ভারতীয় কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে দাবা বিশ্বকাপের ফাইনালে খেললেন প্রজ্ঞানন্দ।

FIDE দাবা বিশ্বকাপের ফাইনালে ১৮ বছরের ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ অল্পের জন্য আটকে গেলেন নরওয়ের কিংবদন্তি ম্যাগনাস কার্লসেনের কাছে। 

তিন দিন ধরে দাবা বিশ্বকাপ ফাইনালের ফয়সালা হল রুদ্ধশ্বাস টাইব্রেকারে। দু'টি ক্লাসিকাল রাউন্ড ড্র হওয়ার পর টাইব্রেকারেও হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

চৌষট্টি খোপের লড়াইয়ে কার্লসেনের বিরুদ্ধে ইতিহাস গড়লেও প্রজ্ঞানন্দর অধরা রইল শিরোপা। রানার্স হয়ে তিনি পেয়েছেন ৬৬ লক্ষ ১৩ হাজার ৪৪৪ টাকার আর্থিক পুরস্কার।

FIDE দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ম্যাগনাস কার্লসেন পেয়েছেন ১১০,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় তা ৯০ লক্ষ ৯৩ হাজার ৫৫১ টাকা। 

এ বারের FIDE দাবা বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকার করে ফ্যাবিয়ানো কারুয়ানা পেয়েছন ৬০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় তা ৪৯ লক্ষ ৫৫ হাজার ৮৮৩ টাকা।

বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন আবারও এক বার প্রমাণ করলেন তিনি কেন সেরা। প্রজ্ঞানন্দ ভালো লড়াই করলেও কার্লসেনের অভিজ্ঞতাকে মাত করতে পারেননি।