দীর্ঘদিন টেনিস কোর্ট থেকে দূরে ছিলেন। ২০২৩ সালের শেষদিন কোর্টে ফিরেছেন ২২টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল।
অবশ্য বছরের শেষটা জয় দিয়ে করতে পারলেন না স্পেনের টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। তিনি পুরুষদের ডাবলসে নেমেছিলেন ব্রিসবেন ইন্টারন্যাশানালে।
ব্রিসবেন ইন্টারন্যাশানালে নিজের কামব্যাক ম্যাচে অস্ট্রেলিয়ান জুটির কাছে স্ট্রেট সেটে হেরেছেন রাফায়েল নাদাল এবং তাঁর পার্টনার মার্ক লোপেজ।
এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জুনিয়র রাফার কয়েকটি ছবি। যেখানে দেখা যায় টলমল পায়ে বাবার মতোই ব়্যাকেট হাতে হাঁটছে জুনিয়র রাফা।
২০২২ সালের অক্টোবরে রাফায়েল নাদাল এবং তাঁর স্ত্রী মারিয়া ফ্রান্সিসকা পেরেলোর প্রথম পুত্রসন্তানের জন্ম।
বাবার কামব্যাক ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিল জুনিয়র রাফা। নেটদুনিয়ায় নাদালের স্ত্রীর সঙ্গে জুনিয়র রাফার একাধিক ছবি ভারইরাল হয়েছে।
'বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া' রাফায়েল নাদালের ছেলেকে দেখে এই হিন্দি প্রবাদকেই অন্যভাবে ব্যবহার করা যেতে পারে। লেখা যেতেই পারে 'রাফা কা বেটা টেনিস কা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া।'
নতুন বছরে অর্থাৎ ২০২৪ সালে পুরোদমে কোর্টে ফিরতে চলেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। বছরের প্রথম গ্র্যান্ড স্লামে নামবেন রাফা।