ইতিহাস গড়ে, শহরে পা দুই অগ্নিকন্যার
04 October 2023
এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠে ইতিহাসের পাতায় নাম লিখে ফেলছেন সুতীর্থা মুখোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়
শেষ চারে জায়গা করেও থামতে হয়েছে ব্রোঞ্জে। তাতেও কমছে না সাফল্য। সেমিফাইনাল উজার করে দিয়েছেন দুই বাঙালি
সুতীর্থা, ঐহিকার হাত ধরে এশিয়ান গেমসে টেবিল টেনিসে মেয়েদের ডাবলস থেকে প্রথম পদক পেয়েছে ভারত
বুধবার সকালে ব্রোঞ্জ নিয়ে কলকাতায় ফিরলেন দুই তারকা টিটি প্লেয়ার। আজ, ভোরে কলকাতা বিমানবন্দরে রাখেন সুতীর্থারা
তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বহু সমর্থক। ফুলের তোড়া ও মালায় ভরেছিল দু'জনের ঝুলি। আপ্লুত দুই তারকা
নিজেদের সাফল্যে অবশ্যই খুশি তাঁরা। তবে ব্রোঞ্জ পদকেই থেমে থাকতে চান না তাঁরা। এখন পাখির চোখ অলিম্পিক। সোনার পদকের লক্ষ্য়ে অবিচল তাঁরা
দিল্লি তাঁদের বেশ ভালই আপ্য়ায়ন করেছে, তাও জানান তাঁরা। এ বার কটা দিন একটু বিরতি নিয়েই ফিরতে হবে টেবল টেনিস বোর্ডে
আজ সকালে যাদবপুরে সৌম্যদীপ রায় ও পৌলোমি ঘটকের টেবিল টেনিস অ্যাকাডেমি 'সাংস্কৃতিক সন্ধ্য়া'-এর তরফে সুতীর্থাকে সংবর্ধনা দেওয়া হয়েছে
আরও পড়ুন