ওটসটা প্রথমে শুকনো কড়াইতে হালকা নেড়ে নিন।
এবার একটি জারে এক কাপ রোস্টেড ওটস নিন।
এতে এক চামচ কোকো পাউডার মেশান।
এতে এক চামচ মধু কিংবা ম্যাপেল সিরাপ মেশান।
শেষে এক কাপ দুধ মিশিয়ে দিন।
উপকরণগুলো ভাল করে নেড়ে নিন এবং সারারাত ফ্রিজে রেখে দিন।
সকালে উঠে কলা ও বাদাম ছড়িয়ে খান চকোলেট ওটস।