চুলের হাল ফেরাতে ভরসা রাখুন হেঁশেলের উপাদানের উপর।
মেথি দানা হল সেই উপাদান, যার ব্যবহারে আপনার চুল হবে মজবুত ও সুন্দর।
কোমর পর্যন্ত লম্বা চুল পেতে মেথির হেয়ার প্যাক মাখুন।
আগের রাতে জলে ভিজিয়ে রাখুন মেথি। পরদিন তার পেস্ট বানিয়ে নিন।
এবার মেথির পেস্টের সঙ্গে পরিমাণমতো টক দই মিশিয়ে নিন।
এবার এই হেয়ার প্যাক চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। শ্যাম্পু করে নিলেই কাজ শেষ।
উইকএন্ড একবার করে এই হেয়ার প্যাক ব্যবহার করলে নিজেই সুফল দেখতে পাবেন।