আইপিএলের যে ছ'টি দল দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগে দল কিনেছে তার মধ্যে রয়েছে রাজস্থান রয়্যালসও
পার্ল রয়্যালস দলটি কিনেছে রাজস্থানভিত্তিক আইপিএল ফ্র্যাঞ্চাইজি
সিএসএ টি-২০ লিগের জন্য পার্ল রয়্যালস সই করিয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডেভিড মিলারকে
গোলাপি জার্সিতে এ বারের আইপিএলে দাপট দেখিয়েছিলেন জস বাটলার। তাঁকেও দলে নিয়েছে পার্ল রয়্যালস
বাটলারের পাশাপাশি পার্ল রয়্যালস নিয়েছে ক্যারিবিয়ান তারকা ওবেদ ম্যাকয়কে
আনক্যাপড প্লেয়ার হিসেবে পার্ল রয়্যালস দলে সই করিয়েছে করবিন বশকে
রাজস্থান রয়্যালসের হয়ে এর আগে বাটলার, ওবেদ ও মিলার খেলেছেন আইপিএলে