বাঙালির সঙ্গে মিষ্টির একটা আত্মিক যোগ রয়েছ , যে কোনও অনুষ্ঠানই মিষ্টি ছাড়া অসম্পূর্ণ

মিষ্টির রাজা যদি রসগোল্লা হয় মন্ত্রী তাহলে হল পান্তুয়া

এই খয়েরি রঙের ভাজা মিষ্টিকে কেউ বলে পান্তুয়া কেউ গুলাব জামুন আবার কেউ বলে লেডিকেনি

তাহলে কি এই তিন মিষ্টি আদতে একই?

পান্তুয়া তৈরি হয় ক্ষীর দিয়ে আর লেডিকেনি তৈরি হয় ছানা দিয়ে

লেডিকেনি একটু লালচে ধরনের হয় আর রস তুলনায় পাতলা হয়

কালোজাম কড়া করে ভাজা হয় সেই সঙ্গে ভেতর থাকে শুকনো। লেডিকেনির ভেতরটা ফাঁপা থাকে সেই সঙ্গে রসে টইটুম্বুর হয়। ভেতরে একটা করে এলাচ দেওয়া থাকে