ভারতে লঞ্চ হয়েছে পেবেল পেস প্রো স্মার্টওয়াচ।
পেবেল পেস স্মার্টওয়াচের আপগ্রেডেড এবং আপডেটেড ভার্সান পেবেল পেস প্রো।
জেট ব্ল্যাক, গোল্ডেন ব্ল্যাক, আইভরি এবং মেটালিক ব্লু— এইসব কালার অপশনে দেশে লঞ্চ হয়েছে পেবেল পেস প্রো স্মার্টওয়াচ।
এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭ ইঞ্চির কার্ভড এইচডি ডিসপ্লে।
SpO2, হার্ট রেট এবং ব্লাড প্রেশার নিয়মিত পর্যবেক্ষণ করার ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে।