পেঁপের মধ্যে ভিটামিন সি থাকে, অতিরিক্ত ভিটামিন সি আবার আমাদের কিডনি স্টোনের সম্ভাবনা বাড়িয়ে দেয়
প্যাপাইন, ক্যারিকেন ইত্যাদি থাকার কারণে, কারও যদি ল্যাটেক্সের অ্যালার্জি থাকে তার একেবারেই খাওয়া চলবে না পেঁপে
যাদের হাইপারথাইরয়েডিজম রয়েছে, সেক্ষেত্রে পেঁপে এড়িয়ে চলাই ভাল
প্যাপেইন আমাদের হৃদ গতি কিছুটা কমিয়ে দেয়, তাই হৃৎপিণ্ডের অসুস্থতা থাকলে, পেঁপেকে এড়িয়ে চলাই ভাল
গর্ভবতী মহিলাদেরও একেবারেই পেঁপে খাওয়া চলবে না, এক্ষেত্রে তাঁদের হজমের সমস্যা হতে পারে