শীতকালে বাড়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা

তেল-মশলাদার খাবার বেশি খেলে, জল কম খেলে, ফাইবার একেবারেই না খেলে এই পাইলসের সমস্যা বেশি হয়

মলত্যাগে কষ্ট, মলদ্বার দিয়ে রক্তপাত এসবই হল প্রধান লক্ষণ

রক্তপাতের সঙ্গে চারিদিকে ফুলে যাওয়া, মলদ্বারের ভিতর ফুলে যাওয়া পাইলসের অন্যতম লক্ষণ

পাইলস হলে সব সময় মনে হবে ভেতরে কিছু আটকে আছে, পেট কিছুতেই পরিষ্কার হতে চায় না

আর্শের সমস্যা থাকলে তা চাপা থাকতে থাকতেই সেখান থেকে পাইলস হয়

লিভারের সমস্যা থাকলে কোষ্ঠকাঠিন্য বেশি হয়। মলত্যাগের পর বসতে না পারলেই ধরে নেবেন যে আপনার পাইলস হয়েছে