এই এপ্রিলেই বেজিংয়ের পিংগু জেলায় ফুটে ওঠে হাজার হাজার পিচ গাছের ফুল।
ক্ষেতের পর ক্ষেত জুড়ে এখন গোলাপী রঙের ঢেউ! সারাদেশ এই পিচের জন্যই বিখ্য়াত।
শহরের পূর্বাঞ্চলের একটি বড় অংশ প্রায় গোলাপী সমুদ্রে পরিণত হয়েছে।
তিয়ানজিন শহর এবং হেবেই প্রদেশের সংযোগস্থলে অবস্থিত এই পিংগু জেলা।
বসন্তের সময় পিংগু জেলা পিচ ফুলের জন্য সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রের মধ্যে অন্যতম হয়ে ওঠে।
যাঁরা বসন্তে মিস করেন, তাঁরা এই এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শেষের দিকে চোখ সার্থক করেন।