গুগলের প্রথম ফোল্ডেবল ফোন হিসেবে লঞ্চ হতে চলেছে পিক্সেল ফোল্ড।

শোনা যাচ্ছে, ২০২২ সাল অর্থাৎ আগামী বছর প্রথম দিকে এই ফোন লঞ্চ হতে পারে।

সূত্রের খবর, পিক্সেল ফোল্ড ফোনের ক্যামেরা সেনসর পিক্সেল ৫ ফোনের মতো হতে চলেছে।

পিক্সেল ফোল্ড ফোনে থাকতে পারে ১২.২ মেগাপিক্সেলের IMX363 ক্যামেরা সেনসর। 

শোনা গিয়েছে পিক্সেল ফোল্ড ফোনের কোডনাম ‘Pipit’।