পেরুর মাচু-পিচ্চু ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পর্যটনের জন্যেও এই জায়গা জনপ্রিয়। 

বিশ্বের বৃহত্তম কোরাল রিফ অর্থাৎ গ্রেট ব্যারিয়ার রিফের আয়তন কিন্তু আগের তুলনায় ৫০ শতাংশের বেশি কমে গিয়েছে। তাই বিলুপ্ত হওয়ার আগে ঘুরে ফেলুন। 

মাউন্ট কিলিমাঞ্জারো- সুযোগ পেলে ঘুরে আসুন আফ্রিকার উচ্চতম এই পাহাড় যা আগ্নেয়গিরির জন্য বিখ্যাত। 

অসমের মাজুলী দ্বীপ ক্রমশ নিমজ্জিত হচ্ছে জলের তলায়। বিলুপ্ত হওয়ার আগে ঘুরে আসুন। 

franz josef glacier- এর নিমজ্জন শুরু হয়েছে ২০০০ সাল থেকে। নিউজিল্যান্ডে রয়েছে এই গ্লেসিয়ার।