চিড়িয়াখানা ছোটদের অন্যতম পছন্দের জায়গা। পশু, পাখি গাছপালা দেখলেই মন ভাল হয়ে যায়।
পাখির চোখে শহর দেখলে যা সবার নজরে আসে তা হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। প্রাকৃতিক শোভা থেকে রাজা রাণীদের ব্যবহৃত আসবাবও ছোটদের কাছে বেশ উপভোগ্য।
ডায়নোসর কি আপনার বাচ্ছাকে আকর্ষণ করে? তাহলে অনায়াসে একটা দিন সায়েন্স সিটিতে কাটিয়ে আসতেই পারেন।
বাচ্ছার সঙ্গে নিজের ছোটবেলাটাও আর একবার ঝালিয়ে ফেলতে পারেন। ঘুরে আসতে পারেন নিক্কো পার্ক।
গ্রীষ্মকালে জাদুঘর হল আদর্শ ঘুরতে যাওয়ার জায়গা। ছোটদের জাদুঘরে নিয়ে গেলে আনন্দও পাবে আবার অনেক কিছু জানতেও পারবে।
বর্তমানে বিস্তৃর্ণ মাঠ, পর্যাপ্ত খেলার জায়গার অভাবে অনেকেই মনমরা হয়ে পড়েন। তবে আর চিন্তা নেই হাতের কাছেই খোলা আকাশের নীচে বিস্তৃর্ণ মাঠ। ঘুরে আসুন ইকো পার্ক।
হাতের কাছে যদি চাঁদ,তারাকে পাওয়া যায় তার থেকে আনন্দের আর কী হতে পারে। একটা দিন বেরিয়ে পড়তে পারেন বির্লা তারা মন্দিরের উদ্দেশ্যে।
গ্রীষ্মে আরও এক মনোরম জায়গা হল অ্যাকোয়াটিকা। সারাটা জলের মধ্যে খেলাধুলোয় মাতলে কোনও রোদের তাতই শরীর ছোঁবে না।