বাস্তু মতে, এই গাছ বাড়িতে কোথায় কীভাবে রাখবেন?
বাস্তু অনুসারে, নোংরা, অপরিষ্কার জায়গায় এই গাছ লাগালে মহা বিপদ হতে পারে।
বাস্তুমতে বাড়িতে অ্যালোভেরা গাছ থাকলে তার গুন অনেক।
একটি পাত্রের মধ্যে অ্যালোভেরা গাছ দিয়ে ঘর সাজালে মন ভালো থাকবে।
অ্যালোভেরা গাছ ঘরে শুধু প্রচুর পরিমাণে অক্সিজেন এনে দেয় আবার নতুন করে জীবনও দান করে।
ঘরের ভেতরে লাগাতে পারেন অ্যালোভেরা গাছ।
ঘরে পজিটিভ এনার্জি তৈরি করতে ঘরে লাগান এই গাছ।