আগলে রাখা অবশ্যই ভাল। কিন্তু আতুপাতু করে নয়। শিশুরা যত কাদামাটি নিয়ে খেলবে ততই ভাল।
কাদামাটিতে রয়েছে সুস্থ থাকার হাজারো গুণ। তাই শিশুকে ঘরের মধ্যে রেখে নয়, বাইরে মুক্ত করে যত্ন নিতে হবে।
গবেষণায় দেখা গিয়েছে, ঘরে বসে থাকলে তাদের মনোযোগে ঘাটতি দেখা যায়।
এছাড়া শিশুরা যত মাটি, ঘাসের সান্নিধ্য়ে থাকবে তত বেশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।
আউটডোর গেম শিশুদের জন্য সেরা একটি ব্য়ায়াম। বড় জায়গায় ছোটাছুটি করলে মানসিক বিকাশ ও শক্তি বৃদ্ধি হয়।