পোকো এম৪ প্রো ৫জি ফোনের সঙ্গে লঞ্চ হবে সংস্থার আরও একটি স্মার্টফোন। 

জানা গিয়েছে ৯ নভেম্বর পোকো এম৪ প্রো ৫জি ফোনের সঙ্গে লঞ্চ হবে পোকো এফ৩ ফোন। 

চলতি বছর শুরুর দিকে অরিজিনাল পোকো এফ৩ মডেল লঞ্চ হয়েছিল। তার থেকে নতুন মডেলে কিছু পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে।

পোকো এম৪ প্রো ৫জি ফোনের সঙ্গে লঞ্চ হবে পোকো এফ৩ ফোনের রিফ্রেশড ভার্সান। 

সম্ভবত প্রসেসর, ক্যামেরা, ব্যাটারি এবং চার্জিং সাপোর্টের ক্ষেত্রে অরিজিনাল পোকো এফ৩ ফোনের তুলনায় নতুন রিফ্রেশড ভার্সান পোকো এফ৩ ফোনে সামান্য পরিবর্তন দেখা যাবে।