২৮ ফেব্রুয়ারি সন্ধে ৭টায় ভারতে লঞ্চ হবে পোকো এম৪ প্রো ৪জি ফোন। 

এই ফোনে একটি ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ।

এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৯৬ প্রসেসর থাকতে পারে।

৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, এই দুই মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে।

এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। 

এই ফোনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।