পোকো এম৩ প্রো ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে পোকো এম৪ প্রো ৫জি ফোন।
পোকো এম৪ প্রো ৫জি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে আগামী ৯ নভেম্বর।
শোনা যাচ্ছে, রেডমি নোট ১১ ফোন আর পোকো এম৪ প্রো ৫জি ফোনের মধ্যে অনেক মিল রয়েছে।
আপাতত চিনে লঞ্চ হবে এই স্মার্টফোন। গ্লোবাল মার্কেট বা ভারতে কবে আসবে তা জানা যায়নি।
জানা গিয়েছে যে, চলতি বছর পোকো এম৪ প্রো ৫জি ফোনই এই কোম্পানির শেষ ফোন যা লঞ্চ হবে।