পুজোর আগে মুখের সৌন্দর্য বাড়ান এই সবজির ফেসপ্য়াকের গুণে!
আলু মানেই বেশি পরিমাণে স্টার্চ থাকা ও চর্বি বৃদ্ধি করা। তবে বাস্তবে আলুতেও রয়েছে প্রোটিন।
শুধুমাত্র কার্বোহাইড্রেটের ভাণ্ডার নয়, ফাইবার, ভিটামিন-সি, বি-৬, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ।
মুখের অতিরিক্ত তেল অপসারণে ও হাইড্রেট রাখতে আলুর পেস্টের সঙ্গে দই ও এক চিমটি হলুদ মিশিয়ে লাগান।
চাল ব্লেন্ড করে তাতে আলুর রস দিন। সঙ্গে টকদইও দিতে পারেন। এটি মুখের স্ক্রাবার হিসেবে ব্যবহার করা যায়। তাতে ত্বক হবে টানটান।
ত্বককে গভীরভাবে পরিস্কার রাখতে ও হাইড্রেট রাখতে আলুর পেস্টের সঙ্গে অ্যালোভেরা জেল মেশান। ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।
শুধুমাত্র আলুর খোসা নিয়ে মুখে ৫ মিনিটে ঘষে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখের দাগ হালকা হয়ে ত্বক হবে পরিস্কার।