খাবারে স্বাদ আনার জন্য অনেকেই রান্নায় লেবুপাতা ব্যবহার করেন।
জানেন কি, লেবুপাতাও লেবুর রসের মতোই স্বাস্থ্যের জন্য উপকারী।
লেবুর রসের মতো ভেষজ চায়ের মধ্যে লেবুপাতা মেশাতে পারেন।
মাথা ব্যথা থেকে বমি বমি ভাব দূর হয়ে যাবে লেবুপাতার গুণে।
সকালে খালি পেটে লেবুপাতার রস খেলে দ্রুত ওজন কমবে।
লেবুপাতার সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজুন। হলদেটে ভাব দূর হয়ে যাবে।
লেবুপাতার রস কপালে ঘষলে কমতে পারে মাথার যন্ত্রণা।